বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা হোটেল মায়ামিতে র‌্যাবের বিশেষ অভিযানে ফেন্সিডিল মদ ও বিয়ার উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২০, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মায়ামি হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে প্রায় ২ হাজার বোতল বিয়ার, ফেন্সিডিল ও মদসহ ২ জনকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

শনিবার (২০ অক্টোবর) রাত ৮ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোডের মায়ামি হোটেল এন্ড রেষ্টুরেন্টে র‌্যাব সদস্যরা অভিযান পরিচালনা করেন।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার সুন্দরম গ্রামের কবির আহম্মেদের ছেলে মোঃ ইয়াসিন হোসেন (২২) ও একই গ্রামের মোঃ কবির হোসেনের ছেলে মোঃ মহসিন (২০) ।

কুমিল্লা র‌্যাব সূত্র জানায়, কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল গোয়েন্দা সূত্রের ভিত্তিতে মায়ামি হোটেল এন্ড রেষ্টুরেন্টে অভিযান পরিচালনা করে হোটেলের ৩য় তলায় অবস্থিত ষ্টোর রুম হতে ১ হাজার ৯৪৪ ক্যান বিয়ার, ২২ বোতল ফেন্সিডিল, ৫ বোতল বিদেশী মদসহ হোটেলে ২ কর্মচারি মোঃ ইয়াসিন হোসেন ও মোঃ মহসিনকে আটক করে। আটক হওয়া কর্মচারিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, তারা তাদের অন্যান্য সহযোগীদের যোগসাজশে দীর্ঘদিন যাবত মায়ামি হোটেল এন্ড রেষ্টুরেন্টে মাদক ব্যবসা করে আসছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রেজাউল হক ।

আর পড়তে পারেন