শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২২, ২০২৩
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি প্রতিনিধি:

“আইন মেনে সড়কে চলি, স্নার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যে দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই (নিসচা) এবং দাউদকান্দি হাইওয়ে থানার যৌথ উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক লিটন সরকার বাদল ও সদস্য সচিব আলমগীর হোসেনের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো: মহিনুল হাসান, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবীর সোয়েব, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: তৌহিদ আল হাসান, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আসাদুজ্জামান, দাউদকান্দি ফায়ার সার্ভিসের এসও মোহাম্মদ রাসেল, দাউদকান্দি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মো: রকিব উদ্দিন, নিসচার পৃষ্টপোষক মো: কামাল উদ্দিন, গৌরীপুর মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো: মহিউদ্দিনসহ র‍্যালী ও সমাবেশে নিসচা’র সদস্য, উপজেলা প্রশাসন, হাইওয়ে ও জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, সড়ক ও জনপদ বিভাগ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

আর পড়তে পারেন