শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমেকে করোনার সব রিপোর্ট পজিটিভ আসায় পরীক্ষা স্থগিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১২, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ল্যাবে কোভিড-১৯ পরীক্ষার সকল রিপোর্ট পজিটিভ আসায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে করোনা পরীক্ষা।

সোমবার সারাদিন ওই ল্যাবের পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) পদ্ধতিতে করোনা শনাক্ত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

কুমেক সূত্র জানায়, ২৯ এপ্রিল থেকে কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর পদ্ধতিতে করোনা ভাইরাসের পরীক্ষা কার্যক্রম শুরু হয়। এতে প্রতিদিন একটি মেশিনে দুই পালায় ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু মেশিন ভাইরাস আক্রান্ত হয়ে ডিসেম্বরে ওই ল্যাবে এক সপ্তাহ বন্ধ ছিল পরীক্ষা।

কুমেকের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ জানান, করোনা পরীক্ষার টিউবে সমস্যা আছে বলে ধারণা করা হচ্ছে, সেটির পরিবর্তন করছি। এছাড়াও পুরো ল্যাব পরিষ্কর করার জন্য সোমবার পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) থেকে পরীক্ষা শুরু হতে পারে।

রাতে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, রোববার (১০ জানুয়ারি) রাতে জানানো হয় ল্যাবে সব নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসছে। এজন্য সকাল থেকে পরীক্ষা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে আমরা বিদেশগামীদের নমুনা সংগ্রহ করা অব্যাহত রেখেছি। সেগুলো নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হচ্ছে পরীক্ষার জন্য।

আর পড়তে পারেন