রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজায় ইসরায়েলের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৫, ২০২৩
news-image

ডেস্ক রিপোর্ট:

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান অত্যধিক মাত্রার শক্তি প্রয়োগ ও সাধারণ জনগণের হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রবিবার (১৫ অক্টোবর) প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন।

এক ফেসবুক পোষ্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় মানবিক বিপর্যয় রোধ এবং অবিলম্বে মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩২৪ ফিলিস্তিনি নিহত হন। আহত হাজারো ফিলিস্তিনি। গত শনিবার (৭ অক্টোবর) থেকে এ পর্যন্ত গাজার উপত্যাকায় ২ হাজার ২০০ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার। এ ছাড়া প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হযেছেন।

আর পড়তে পারেন