শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন কম্পিউটার ইন্সটিটিউটএ সিসি ক্যামেরা উদ্বোধন করলেন সিটি মেয়র

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩, ২০১৬

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সকল স্থাপনা সিসি ক্যামেরার আওতায় আনার কর্মসূচী একে একে বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় কম্পিউটার ইনষ্টিটিউটকে ৩ ডিসেম্বর ২০১৬ খ্রি. শনিবার থেকে সিসি ক্যামেরার আওতায় আনা হলো। প্রতিষ্ঠানের ৭৫ হাজার টাকা খরচে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এবং বাহিরে ৮টি ক্যামেরা সংযোগ করা হলো। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন আজ দুপুরে বটম টিপে সিসি ক্যামেরার কার্যক্রম শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে কম্পিউটার ইনষ্টিটিউট ক্যাম্পাসে অনুষ্ঠিত সুধি সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউক। এতে প্রধান অতিথি ছিলেন । চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, মো. গিয়াস উদ্দিন, নিলু নাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হোসেন, অত্র প্রতিষ্ঠানের পরিচালক আনিছ আহমদ, ছাত্রলীগ নেতা চৌধুরী জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মনছুর আলী চৌধুরী, সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি আবু তাহের, এজিএস নিয়াজ মোর্শেদ, ছাত্রনেতা আরিফুল হক ফরহাদ, মোহাম্মদ হোসেন আরশাদ সহ অন্যরা। সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, সামাজিক অবক্ষয়,সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে পরিত্রানে সিসি ক্যামেরা সংযোজন করছে। মেয়র বলেন, কম্পিউটার ইন্সটিটিউট সিসি ক্যামেরার আওতায় আনার মধ্য দিয়ে নিরাপত্তা ব্যবস্থার এক ধাপ উন্নিত হলো। জনাব আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামকে নিরাপদ এলাকায় পরিণত করার লক্ষে আইন শৃংখলা বাহিনীর সাথে চসিক একযোগে কাজ করছে। তিনি বলেন, প্রযুক্তিগত জ্ঞাণ অর্জন করে দেশের সম্পদে পরিণত করতে চসিক শিক্ষার্থীদের তৈরী করছে। তিনি চসিক এর যাবতীয় কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কম্পিউটার ইন্সটিটিউট পরিচালনা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভায় অত্র প্রতিষ্ঠানের এক যুগ পূর্তি উপলক্ষ্যে সুধি সমাবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও বিগত সভার কার্যবিবরণী অনুমোদন সহ আলোচ্য সুচির ভিত্তিতে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় কমিটির সদস্য নাজমুল হক ডিউক, তারেক সোলায়মান সেলিম, মো. গিয়াস উদ্দিন, নিলু নাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হোসেন, সদস্য সচিব আনিছ আহমদ,সদস্য সাহেদ আলী উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন