শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরের মতলবে একই রাতে কৃষকের ৭টি গরু চুরি

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৬, ২০১৯
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নে একরাতে সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৪ আগস্ট) রাতের যেকোন সময় ইউনিয়নের গোসাইপুর ও করবন্দ এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গোসাইপুর ও করবন্দ এলাকার বেশীর ভাগ মানুষ পেশায় কৃষক। তার পাশাপাশি প্রায় সবার কাছেই কম বেশি গরু রয়েছে। রবিবার রাতের যেকোন সময় গোসাইপুর এলাকার আঃ আজিজ বকাউলের ছেলে মোঃ হোসেন বকাউল এর গোয়ালঘর থেকে ৪টি ষাঁড় ও করবন্দ এলাকার খাসের বাড়ির মিজানুর রহমান খানের গোয়ালঘর থেকে ২টি কালো রংয়ের গাভী এবং ১টি লাল রংয়ের ষাঁড় চুরি হয়ে যায়। চুরি হওয়া গরু সাতটির আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা বলে ধারনা করছেন ক্ষতিগ্রস্তরা। ভুক্তভোগী মোঃ হোসেন বকাউল জানান, আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে কোরবানির ঈদকে সামনে রেখে ৪টি ষাঁড় গরু ক্রয় করে লালন পালন করে ঈদের বাজারে বিক্রি করে কিছুটা লাভের মুখ দেখবেন। কিন্তু এর আগেই ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন তিনি। গরু চারটির বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। হোসেন বকাউল একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। তার এ অস্বচ্ছলতাকে কাজে লাগিয়ে চেয়েছিলেন কিছু একটা করে রোজগারের টাকা দিয়ে সংসারের হাল ধরে রাখতে কিন্তু চোর চক্ররা তা আর হতে দিলো না। অন্যদিকে করবন্দ গ্রামের আঃ খালেক খানের পুত্র মিজানুর রহমান খানের গোয়াল ঘর থেকে লোহার চিকল কেটে তার পালিত কালো রংয়ের ২টি গাভী গরু ও লাল রংয়ের ১টি ষাঁড় চুরি করে নিয়ে যায় একটি চোর চক্র। যার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। উল্লেখ্য, এ ইউনিয়নের কয়েকটি গ্রাম উপজেলার শেষ প্রান্ত এবং চাঁদপুর সদর উপজেলারও শেষ প্রান্তে হওয়ায় চুরি ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড হলেও নিরাপত্তার দিক থেকে পিছিয়ে রয়েছে। তাই দিন দিন এসব এলাকায় অপরাধের মাত্রা বেড়েই চলছে। অপরাধের মাত্রা কমিয়ে আনতে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি রাখার জন্য এলাকার সচেতনদের অনুরোধ।

আর পড়তে পারেন