শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩শ’ ছাড়াল : প্রাণ গেল ৭৭ জনের

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনা ভাইরাসে চাঁদপুরে নতুন করে আরো ৫ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ২৩শ’ ছাড়িয়েছে। বৃৃৃহস্পতিবার পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ২ হাজার ৩০৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮ জন। দিনের নতুন সুুস্থ ৬ জন। নতুুুন আক্রান্তরা শাহরাস্তিতে ১ জন ও মতলব দক্ষিণে ৪ জন। বাকী ১৩৮ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৭৭ জনের মধ্যে চাঁদপুর সদরে ২২, ফরিদগঞ্জে ১১, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১০ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২ হাজার ৩০৩ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯শ’ ২৮, হাইমচরে ১৫২, মতলব উত্তরে ১৯৬, মতলব দক্ষিণে ২৫৮, ফরিদগঞ্জে ২৫৯, হাজীগঞ্জে ১৯৮, কচুয়ায় ৮৫, ও শাহরাস্তিতে ২২৬ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ বৃহষ্পতিবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ৪৬টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৬৪টি। এর মধ্যে ৫টি পজেটিভ ও ৫৯ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ১৯৯ টি। এর বিপরীতে রিপোর্ট এসেছে ১১ হাজার ১৫৩ টি। অপেক্ষমান রিপোর্ট ৪৬টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১ হাজার ১১৪ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৫ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১২ হাজার ৪৭৩ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৬২৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৮৪৬ জন।

আর পড়তে পারেন