বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদপুরে কিশোরীকে তুলে কবরস্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৯, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের শাহরাস্তিতে হাজী বাড়ির পারিবারিক কবরস্থানে ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. গোলাপ রহমান (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ওসি আবুল বাশার।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৪ বছর বয়সী ওই কিশোরী বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে মুখ চেপে ধরে পারিবারিক কবরস্থানে টেনে নিয়ে ধর্ষণ করে একই এলাকার প্রতিবেশী গোলাপ রহমান। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শিবপুর হাজীবাড়ি এলাকার পারিবারিক কবরস্থানে ওই ঘটনা ঘটে। এরপর ঘটনাটি জানাজানি হলে গোলাপ রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়।

এ বিষয়ে চাঁদপুরের শাহরাস্তি থানার ওসি আবুল বাশার জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে। আসামি গোলাপ রহমানকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

আর পড়তে পারেন