শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ৫২ জন: মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৫, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৫২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। মৃতের সংখ্যা নতুন বেড়েছে ৪ জন। এই নতুন আক্রান্ত ব্যক্তিরা কচুয়া উপজেলা ব্যতিত বাকী সাত উপজেলার বাসিন্দা। নতুন মৃত ৪ জন হলো- হাজীগঞ্জের আঃ মমিন (৫৮), আঃ লতিফ (৭৫), আবুল বাশার (৬৫) ও মতলব উত্তরের জামান হোসেন (১২)।

সোমবার (১৫ জুন) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ৪৬৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন- চাঁদপুর সদরে ৫ জন, হাজীগঞ্জে ৯জন (মৃত ৩ জনসহ), হাইমচরে ৮জন, শাহরাস্তিতে ১৫জন, ফরিদগঞ্জে ৫জন, মতলব দক্ষিণে ৪জন ও মতলব উত্তরে ৬ (মৃত ১ জনসহ)।

জেলায় মৃত ৩৮ জনের মধ্যে- চাঁদপুর সদরে ১১ জন, ফরিদগঞ্জে ৪ জন, হাজীগঞ্জে নতুন ৩ জনসহ ১১ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৪ জন, মতলব উত্তরে নতুন ১ জনসহ ৩ জন ও মতলব দক্ষিণে ১ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৪৬৪ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৬২, ফরিদগঞ্জে ৫৫, মতলব উত্তরে ২৫, হাজীগঞ্জে ৫৮, মতলব দক্ষিণে ৪২, কচুয়ায় ২৮, হাইমচরে ৩৩ ও শাহরাস্তিতে ৬২জন।

আর পড়তে পারেন