বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ৫ম শ্রেনীর ছাত্রীর মৃত্যু!

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৮, ২০২৫
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় দীঘির পানিতে পড়ে যাওয়া খালাতো বোনকে বাঁচাতে গিয়ে আরেক খালাতো বোনের মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজার সংলগ্ন লোধেরগাঁও বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মতলবের উপাদী দক্ষিণ ইউনিয়নের গোসাইপুর মাল বাড়ির জলিল হোসেন এর বড় মেয়ে খাদিজা আক্তার জান্নাত (১২) মহামায়া নানার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন দুপুরে সে লাইফ জ্যাকেট পড়ে ঘরের সামনের দীঘিতে সাঁতার কাটছিলেন। এসময় তার আরেক খালাতো বোন চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকার বাসিন্দা দিদার হোসেন এর পাঁচ বছর বয়সী মেয়ে আদিয়া আক্তারও ঘাটে বসে ছিলেন। একপর্যায়ে আদিয়া খেলার ছলে পানিতে পড়ে যাওয়া দেখতে পেয়ে বড় খালাতো বোন জান্নাত তার লাইফ জ্যাকেট খুলে ছোট খালাতো বোনকে বাঁচাতে গেলে তিনি ডুবে যান।

ঘটনাটি উপর থেকে পার্শ্ববর্তী ৩ বছর বয়সী একটি শিশু দেখতে পেয়ে দ্রুত জান্নাত ও আদিয়ার নানার পরিবারকে খবর দিলে তারা আদিয়াকে ভাসমান অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। এদিকে জান্নাতকে ২০ মিনিটের মতো খোঁজ না পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করেন। স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে প্রায় পৌনে ১ ঘন্টা পর তার দেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এর মধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পথিমধ্যে এলে তার লাশ পাওয়া যায়। অন্যদিকে ৫ বছর বয়সী শিশু আদিয়ার চিকিৎসা সেখানেই চলমান রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শী তুহিন বেপারী।

জানা যায়, নিহত খাদিজা আক্তার জান্নাত (১২) এর বাবা-মা দুজনেই পেশাগত কারনে চট্টগ্রামে ছিলেন। এবং গত ৪ দিন আগে জান্নাত নানার বাড়িতে বেড়াতে এসেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সে পঞ্চম শ্রেনীর ছাত্রী ও দুই বোনের মধ্যে বড়। তার মৃত্যুতে নানার বাড়ি মহামায়া এলাকাসহ নিজ এলাকা বইছে এক শোকের মাতম। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ দাফন করা হয়নি। নিহত জান্নাত মহামায়া বেপারী বাড়ির মতিন বেপারীর নাতনি।

আর পড়তে পারেন