শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে প্রভাতের ঈদ বস্ত্র বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১, ২০১৯
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর :

“আর্তের তরে সেবা দান, প্রভাত হোক জাগ্রত চেতনার আহ্বান” এ স্লোগানকে সামনে রেখে সরকারি নিবন্ধনকৃত সেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, হাজীগঞ্জ শাখা চাঁদপুরের উদ্যোগে ১৩৫ জন দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ বস্ত্র ও সেমাই-চিনি বিতরণ করেছেন।

শুক্রবার (৩১ মে) হাজীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে প্রভাত হাজীগঞ্জ শাখার সভাপতি মোঃ মফিজুল ইসলাম রোহানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক গাজী মহিউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রভাত হাজীগঞ্জ শাখার প্রধান উপদেষ্টা মোঃ আলমগীর পাটওয়ারী, হাজীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক মোঃ শাহাজান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাঙ্গঠনিক সম্পাদক মোঃ আলী নেওয়াজ নোমান, হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউসুফ প্রধানীয়া সুমন, প্রভাত কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য ফারুক হোসেন জনী, প্রভাত মহামায়া শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান।

এসময় প্রভাত হাজীগঞ্জ শাখার সদস্য সালাহ্ উদ্দিন সাকিব, মোঃ আসিফ, মোঃ ফাহাদ, মোঃ নুরউদ্দিন পলাশ, মহিউদ্দিন পাটওয়ারী, ফারুক হোসেন, আফরোজা ইসলাম, সাহানা আক্তার, ফারজানা প্রধানীয়া, রিদিতা আক্তার রিতু, সাবরিনা সুলতানা, সুমাইয়া আক্তার, ইরা রহমান, মীম আক্তার, ফারজানা আক্তার, প্রভাত মহামায়া শাখার সহ-সভাপতি জুয়েল হাজী, সাধারন সম্পাদক মোঃ মাসুদ হোসেন, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন, প্রভাত শাহরাস্তি শাখার সভাপতি তানজিজুল আজিজ, সদস্য রুবেল ভূইয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই সময়ে প্রভাত সমাজকল্যাণ সংস্থার কেন্দ্রীয় পরিষদ ঢাকার আগারগাঁও প্রবীণ হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিলে প্রভাত কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আমির হোসেন রাজুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির আহমেদ সজলের সঞ্চালনায় প্রায় ২’শ দরিদ্র, অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

এসময় সংগঠনের উপদেষ্টা, পরিচালনা কমিটি, সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্যাপশনঃ চাঁদপুরের হাজীগঞ্জে প্রভাত সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদবস্ত্র ও সেমাই-চিনি বিতরন করছেন আমন্ত্রিতসহ স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ।

আর পড়তে পারেন