চান্দিনায় বাস যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার
 
            
চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মনির হোসেন (৩৫) নামের এক যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাজার এলাকায় ফেনী থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মনির হোসেন খুলনা মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনির হোসেনের কাছ থেকে একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক পরিবহনের কথা স্বীকার করেছে।’
তিনি আরো জানায়, আটক মনির হোসেনের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
 
                









