শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনার বাতাঘাসী ইউপির উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী বিজয়ী

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১১, ২০২০
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা:
কুমিল্লার চান্দিনা উপজেলার ২নং বাতাঘাসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. খোরশেদ আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) রাত ৮টায় ওই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. জাহিদ হোসেন। এতে নৌকা প্রতীকে আওয়ামীলীগ প্রার্থী মো. খোরশেদ আলম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান সিরাজ (ছাতা)কে ২ হাজার ৭২৭ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন।

নৌকা প্রতীকে মো. খোরশেদ আলম পান ৫ হাজার ৫৫৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী শাহজাহান সিরাজ পান ২ হাজার ৮শত ৩০ ভোট। এছাড়া ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী মো. আ. হামিদ পান ৩শত ৩২ভোট।

এর আগে সকাল ৯টা থেকে ২নং বাতাঘাসী ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

চলতি বছরের ১ জানুয়ারী বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়।

ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের লক্ষ্যে ১৬ ফেব্রুয়ারী প্রথম তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই তফসিলে ২৭ মার্চ ভোট গ্রহণের কথা থাকলেও বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে ২২ মার্চ সেটি স্থগিত করা হয়। পরবর্তীতে ১০ অক্টোবর ভোট গ্রহণের জন্য ১৩ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মত তফসিন ঘোষণা করে নির্বাচন কমিশন।

আর পড়তে পারেন