বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনার মাধাইয়া-রহিমানগর সড়কে মালিক সমিতির নামে মাসে লাখ টাকা চাঁদাবাজীর অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৩, ২০১৮
news-image
স্টাফ রিপোর্টারঃ
চান্দিনা উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কে সিএনজি চালিত অটোরিক্সা চালকদের কাছ থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। চান্দিনা থানা অটো রিক্সা ও অটো টেম্পু মালিক সমিতির নাম করে মাধাইয়া এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি তার দলবল নিয়ে ওই চাঁদা আদায় করছে। ওই অভিযোগে মঙ্গলবার (২৩ অক্টোবর) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত মাধাইয়া-রহিমানগর সড়কে মহিচাইল বাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করে সিএনজি চালিত অটোরিক্সা চালকরা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।সরেজমিনে সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই সড়কের মহিচাইল বাজার এলাকায় সড়ক বেরিকেড দিয়ে মাধাইয়া থেকে নবাবপুর পর্যন্ত চলাচলকারী সিএনজি চালিত অটোরিক্সার গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দেয় ক্ষুব্ধ চালকরা।মহিচাইলের মো. ফারুকসহ কয়েকজন চালক অভিযোগ করেন- চান্দিনা থানা অটো রিক্সা ও অটো টেম্পু মালিক সমিতির নাম করে লিটন খান নামের একজন প্রভাবশালী ব্যক্তি তার দলবল নিয়ে চালকদের কাছ থেকে গাড়ি ভর্তির জন্য কিছুদিন পর পর ৫ হাজার টাকা, প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা আদায় করে। এছাড়া থানার কথা বলে- আবার মাসে ২ শত টাকা করে চাঁদা নেয়। ওই চাঁদা দিলে একটি টোকেন দেয় তারা। চাঁদা না দিলে গাড়ী আটকে রাখেন তারা। চালকদের মারধর করে টাকা আদায়ের ঘটনা ঘটে। প্রতি মাসে এভাবে টাকা দিতে দিতে সর্বস্বান্ত হচ্ছেন চালকরা।খোঁজ নিয়ে জানাযায়, লিটন খান অনেক প্রভাবশালী। সরকারি ভাবে চান্দিনা উপজেলা প্রশাসন মাধাইয়া সিএনজি স্ট্যান্ড ইজারা দেন। কিন্তু লিটন খানের কারণে ওই রুটের ইজাদারও কোন কিছু করতে পারেন না।

এব্যাপারে লিটন খান বলেন- ‘আমাদের মালিক সমিতির নামে বৈধ কাগজ পত্র আছে। গাড়ী ভর্তি করাতে হয়। সারাদেশে এভাবেই চলছে। চান্দিনা পৌরসভায়ও গাড়ী ভর্তির জন্য টাকা নেওয়া হয়।’
বিক্ষোভের খবর পেয়ে কুমিল্লা জেলা পরিষদ সদস্য মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে যান। তিনি জানান, ‘এই রুটে হরিলুট চলছে। নিরীহ চালকদের কাছ থেকে কয়দিন পর পর টাকা নেওয়া হয়। চালকরা নিরুপায়। ইউএনও সাহেবকে বলেছিলাম এই রুট জেলা পরিষদের, আপনারা ইজারা দিয়েন না। ইজারা দেওয়ার পর কোন চার্ট টানানো হয় নি। যে যার মতো করে টাকা আদায় করছে।’

এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বলেন- ‘চালকদের বলেন একটি লিখিত অভিযোগ করতে। আমি আইনানুগ ব্যবস্থা নেব।

আর পড়তে পারেন