রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনার মোহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ে নব-নির্মিত ভবন উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৫, ২০২৩
news-image

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ওই ভবন উদ্বোধন শেষে অভিভাবক সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

মোহনপুর জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আবুল কাশেম সরকার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, পৌরসভার মেয়র শওকত হোসেন ভূইয়া, জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সদস্য মজিবুর রহমান, বাতাঘাসী ইউপি চেয়ারম্যান সাদেকুর রহমান, কেরনখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া, গল্লাই ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় এলজিইডি কর্তৃক নবনির্মিত দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের আওতায় দুইটি কমিউনিটি ক্লিনিক ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের নলপুনি সরকারি প্রাথমিক মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

 

আর পড়তে পারেন