শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় একই স্থানে বিএনপি-আওয়ামীলীগের সভা আহ্বান; পুলিশি বাঁধায় বিএনপির স্মরণ সভা পন্ড

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৩, ২০১৭
news-image

চান্দিনা প্রতিনিধিঃ
চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ওই ইউনিয়নের প্রয়াত বিএনপি নেতাদের স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ডের ব্যক্তি মালিকানাধীন একটি বালুর মাঠে ওই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিকে একই স্থানে ওয়ার্ড আওয়ামীলীগ বর্ধিত সভা আহ্বান করে। এতে এলাকায় উত্তাপ বিরাজ করে। শুক্রবার রাতে দুর্বৃত্তরা বিএনপির পেন্ডেল ভেঙ্গে দেয়। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। এতে বিএনপি’র সভা পন্ড হয়ে যায়।


এব্যাপারে ১০নং গল্লাই ইউনিয়ন বি.এন.পি’র সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সি জানান, আমরা প্রয়াত নেতাদের স্মরণে মিলাদ মাহফিল এর আয়োজন করেছিলাম। পুলিশ শুক্রবার রাতেই আমাদের অনুষ্ঠান করতে নিষেধ করে। পুলিশ জানায় আমাদের সভা করার কোন অনুমতি নেয়া হয়নি বলে সভা করা যাবে না। তিনি অভিযোগ করেন- ‘শনিবার সকালেই আওয়ামীলীগ বর্ধিত সভার ঘোষণা দিয়ে মাইকিং করে। পরে অনুষ্ঠান স্থলের কাছাকাছি অবস্থিত বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ধিত সভা করে ওয়ার্ড আওয়ামীলীগ।’
এব্যাপারে চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান তালুকদার জানান, ‘গন্ডগোল হওয়ার সম্ভবনা থাকলে পুলিশ যে কোন স্থানেই যায়। এটি পুলিশের রুটিন ওয়ার্ক।’
এব্যাপারে জানতে শনিবার সন্ধ্যায় চান্দিনা থানার অফিসার ইন চার্জ নাসির উদ্দিন মৃধার অফিসিয়াল মোবাইলে কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

আর পড়তে পারেন