শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় কন্টেইনার উল্টে ৩ হাজার লিটার ডিজেল মাটিতে

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৮, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতি সম্পন্ন কন্টেইনার উল্টে অন্তত ৩ হাজার লিটার ডিজেল মাটিতে পড়ে। মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে গাড়ির চালক ও হেলপার আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা অনুমান সোয়া ৩টার দিকে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা তেলবাহী কন্টিনার বেপরোয়া গতিতে ছুটে এসে চান্দিনা-বাগুর বাস স্টেশনের হাই ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মহাসড়কের উপরে উল্টে যায়। এতে গাড়ির চালক ও হেলপার মারাত্মক আহত হয়। তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় কন্টিনারে থাকা প্রায় ৩ হাজার লিটার ডিজেল মাটিতে পড়ে গেলে স্থানীয় দরিদ্র লোকজনসহ পথচারীরা কিছু অংশ তুলে নেয়।
খবর পেয়ে কমান্ডার ইমতিয়াজ হোসেন এর নেতৃত্বে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত কন্টিনারটি উদ্ধার করে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট (এস.আই) তাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আর পড়তে পারেন