শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় কেমিক্যালবাহী ট্যাংক লরিতে আগুন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৮, ২০২২
news-image

 

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় কেমিক্যালবাহী ট্যাংক লরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রবিবার (২৭ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় ওই ঘটনা ঘটে।

এতে গাড়ির চালক জাহাঙ্গীর আলম (৫৫) আহত হয়। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাল্লি গেইটের বেপারী পাড়া এলাকার মৃত চুলাশ মিয়ার ছেলে। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে।

আহত গাড়ি চালক জাহাঙ্গীর আলম জানান, রবিবার চট্টগ্রাম থেকে রংয়ের কেমিক্যাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বিকেলে বৃষ্টি চলাকালিন সময়ে ছয়ঘড়িয়া এলাকায় গাড়ির ব্রেকের পাইপ ফেটে গেলে নিয়ন্ত্রণ হারায়। মহাসড়কের পাশে ইটের স্তুপে গাড়িটি ঠেকানোর চেষ্টা করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে আগুন ধরে যায়। এসময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী সেলিম মুন্সি জানান, গাড়িটি আগুন ধরে যাওয়ার কিছুক্ষণ পর চান্দিনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এসময় আগুনের লেলিহান শিখায় পাশ্ববর্তী বিদ্যুতের তার ও ফসলী জমি ক্ষতিগ্রস্থ হয়।

ঘটনার পরপর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউল হক মীর, সহকারি কমিশনার (ভ‚মি) রাকিবুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভ‚ইয়া ও চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন।

এদিকে, মহাসড়কের ঢাকামুখী লেনে টেংক লড়ির আগুনের ঘটনায় ওই লেনটিতে যান চলাচল বন্ধ হয়ে অপর লেনে যানবাহনের চাপ বেড়ে যানজট সৃষ্টি হয়।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান, গাড়িটিতে ধার্য তরল পদার্থ থাকায় দ্রæত আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

আর পড়তে পারেন