শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় প্রাইভেটকার চাপাঁয় প্রাণ গেল দুই শিশুর

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৬, ২০১৯
news-image

 

শরীফুল ইসলাম , চান্দিনা ঃ
কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার চাপায় দুই পথচারী শিশু নিহত হয়েছে। আজ বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন নূরীতলা আশা জুট মিলের সামনে তাদেরকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে।

নিহতরা হলো- জেলার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের আতাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাঈনুদ্দিন জিসান (৮) এবং একই গ্রামের আবুল খায়েরের ছেলে কাউসার (১০)। তারা একে অপরের চাচাতো ভাই।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে মহাসড়ক অনেকটাই ফাঁকা। সে সুযোগে চলাচলরত গাড়িগুলো বেপরোয়া গতিতে চলাচল করছে।
বুধবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারী শিশুকে চাপা দিয়ে মহাসড়ক সংলগ্ন আশা জুট মিলের গেটে ঢুকে পড়ে। এ ঘটনার পর প্রাইভেটকার চালক পালিয়ে যায়। ঘাতক প্রাইভেটকারটি আটক আছে।

এ ঘটনায় নিহত শিশু জিসানের বড় ভাই নূর উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

আর পড়তে পারেন