শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনা পৌর এলাকার একমাত্র খেলার মাঠটি পানিতে নিমজ্জিত;নেই নিষ্কাশন ব্যবস্থা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৫, ২০২১
news-image

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

চান্দিনা পৌর এলাকার একমাত্র খেলার মাঠটি এখন পানিতে নিমজ্জিত। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বর্ষার পুরো মৌসুমে ১.৭ একর আয়তনের ওই মাঠটি পানিতে তলিয়ে থাকে। গত কয়েকদিনের ভারি বৃষ্টিতে মাঠে পানি জমে খেলাধূলার অনুপযোগী হয়ে আছে। এছাড়া সুরক্ষা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) না থাকায় মাঠের ভিতর দিয়ে যানবাহন চলাচল করার কারণেও মাঠটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে।

 

উপজেলা সদরের পৌর এলাকায় অবস্থিত একমাত্র খেলাধুলার স্থান চান্দিনা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠ। ১৪.২ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত চান্দিনা পৌর এলাকায় এত বড় খেলার মাঠ আর একটিও নেই।