বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে অস্ত্রসহ জামায়াত নেতা ইব্রাহিম আটক

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৪, ২০১৭
news-image

আনিছুর রহমান,চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি দেশীয় তৈরি এলজি ও তিনটি কার্তুজসহ জামায়াত নেতা ইব্রাহিম খলিলকে আটক করেছে পুলিশ।

আটককৃত ইব্রাহিম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের দলিলুর রহমানের পুত্র। তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানান চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল। তিনি দাবি করেন, জামায়াত-বিএনপির দেশ বিরোধী পেট্রোল বোমা আন্দোলনের সময় ধ্বংসাত্মক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করেছে আটককৃত ইব্রাহিম খলিল। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।

রোববার (১২ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রেজাউল করিম ও এএসআই হিরণের নেতৃত্বে পুলিশের একটি টিম শনিবার রাত সাড়ে এগারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুর্চি বাজার বাইপাস রোড এলাকা থেকে অস্ত্রসহ ইব্রাহিম খলিলকে আটক করা হয়।

এদিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা উত্তর জামায়াতের আমীর বেলাল হোসাইনসহ তার স্বজনরা অভিযোগ করেন, ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতা ইব্রাহিম খলিলকে ফাঁসানো হয়েছে। অবিলম্বে তার নিঃশর্ত দাবি করেছেন তারা।

আর পড়তে পারেন