চৌদ্দগ্রামে ঠিকাদারের বেয়াইয়ের প্রতিহিংসায় পাকা হয়নি ৬৫ বছরের পুরনো সড়ক

কুমিল্লার চৌদ্দগ্রামে ঠিকাদারের বেয়াইয়ের প্রতিহিংসায় পাকাকরণ হয়নি ৬৫ বছরের আশ্রাফপুর-কোমারডোগা সড়কের পুরনো ২’শ ফুট সড়ক। গুরুত্বপূর্ণ এ সড়কটি পাকাকরণ না হওয়ায় ভোগান্তি বেড়েছে এলাকাবাসীর। অপরদিকে সড়কের সৌন্দর্যও নষ্ট হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের আশরাফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিন পরিদর্শন করে জানা গেছে, উপজেলার মিয়াবাজার এলাকায় ব্যবসা ও চাকরির সুবাধে আশরাফপুর গ্রামটিতে অনেক মানুষ বসবাস করছে। সেখানে গড়ে উঠা প্রায় বিল্ডিংই ভাড়া দেয়া হয়েছে। আশরাফপুর-কোমারডোগা সড়কের সাথে সংযুক্ত আশরাফপুর গ্রামীণ সড়কটি সংস্কারের জন্য টেন্ডার পায় মেসার্স ফাতেম ট্রেডার্সের স্বত্তাধিকারী অলিউর রহমান মজুমদার। ঠিকাদার গত বছরের ২৮ মার্চের আগে মাটি খননের আশি শতাংশ কাজ সম্পন্ন করে অবশিষ্ট কাজ বন্ধ রাখে। পরবর্তীতে চলতি বছর মানুষের দুর্ভোগ নিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশের পর ঠিকাদার সড়কের পাকাকরণ কাজ শুরু করে। সড়কের প্রবেশমুখে কিছু অংশ পাকা করে এরপর দুই’শ ফুট বাদ দিয়ে বাকি সড়ক পাকা করেই কাজ শেষ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারের বেয়াই মোঃ হানিফের প্রতিহিংসায় পাকাকরণ হয়নি সড়কের গুরুত্বপূর্ণ দুই’শ ফুট সড়ক।
এলাকাবাসী জানায়, ১৯৬০ সাল থেকে আশরাফপুর গ্রামীণ সড়কটি সরকারিভাবে সংস্কার হয়ে আসছে। একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মোঃ হানিফ ১৯৯৫ সালে নির্মাণাধীন সড়কের পাশে জমি ক্রয় করেন। এরই মধ্যে তিনি ২ জন ক্রেতার কাছে জায়গাটি বিক্রির মাধ্যমে মালিকানা হস্তান্তর করেন। তার পুরাতন জমির উত্তর পাশে কিছু অংশ জমি বর্তমানে অবশিষ্ট আছে। রাস্তার পাশে তার কোন জমি অবশিষ্ট নেই। অথচ পূর্ব পাশের নজির আহমেদ কর্তৃক ক্রয়কৃত জমির মধ্যে গৃহনির্মাণের কাজ শুরু করলে মোঃ হানিফ তাতে বাধা দেয়। এছাড়া দক্ষিণ পাশে রয়েছে নুরুল ইসলাম ও তার ভাইদের ফসলি জমি। তিন বছর আগে তৎকালিন এসিল্যান্ড তমালিকা পাল স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সড়কটি পরিদর্শন ও পরিমাপ করেন এবং সড়কের পাশের নির্মাণাধীন স্থাপনাসমূহ স্ব স্ব অবস্থানে বহাল থাকবে বলে নির্দেশনা দেন। পরবর্তীতে হানিফ এডিএম আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করে। আদালত সহকারি কমিশনার ভূমি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেন। পরবর্তীতে তাঁরা পৃথকভাবে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের ভিত্তিতে হানিফের ১৪৫ ধারার মামলা খারিজ হয়ে যায়।
কিন্তু সড়কের সংস্কার কাজ শুরু হলে মোঃ হানিফ সড়কটি নিজের বলে দাবি করে ২০২৪ সালের ২৮ মার্চ এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী বরাবরে আবেদন করে। আবেদনে তিনি আশরাফপুর গ্রামের বাসিন্দা দাবি করলেও তিনি পাশের কৃষ্ণপুর গ্রামে বাসিন্দা বলে এলাকাবাসী জানান। সড়কের গুরুত্ব্পূর্ণ এলাকায় ২’শ ফুট সড়ক সংস্কার বা পাকাকরণ না হওয়ায় পুরো সড়কের সৌন্দর্য নষ্ট হয়েছে। মোঃ হানিফ ব্যক্তিস্বার্থে নজির আহমেদ এবং নুরুল ইসলাম মেম্বার ও তার ভাইদের সাথে না পেরে সড়কের উপর ক্ষোভ ঝাড়ছেন।
অভিযোগকারী মোঃ হানিফ বলেন, সড়কের জায়গা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। জনবহুল এলাকায় দুই’শ ফুট সড়ক সংস্কার না হওয়ায় ভোগান্তির কথা তিনি স্বীকার করেছেন। তবে এর বেশি কিছু তিনি মন্তব্য করতে রাজি হননি।
ঠিকাদার অলিউর রহমান মজুমদার বলেন, ‘আশরাফপুর এলাকায় সড়ক সংস্কারে আনুমানিক দুই’শ ফুট জায়গা নিয়ে ঝামেলা থাকায় কাজ করা হয়নি। অফিস এখনো আমাদের পূর্ণাঙ্গ বিল দেয়নি। ঝামেলা শেষ হলেই সড়কটি সংস্কার করা হবে। তবে সড়কের কাজের সাথে আত্মীয়তার কোন সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন’।
উজিরপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আবদুল হাই বলেন, ৬০-৬৫ বছরের আগের সড়কটির মধ্যে মোঃ হানিফ নিজের জায়গা রয়েছে বলে দাবি করছে। এসিল্যান্ড গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কয়েক বছর আগে সমস্যার সমাধান করেছে। তবুও হানিফ ওই সড়কের সংস্কার কাজ না করতে কেন এমন করছে আমার জানা নেই।
রোববার এলজিইডির চৌদ্দগ্রাম উপজেলা প্রকৌশলী মোঃ নুরুজ্জামান বলেন, আমাদের কাজ ঝামেলাবিহীন সড়কের উন্নয়ন করা। আশরাফপুরে সড়ক নিয়ে সম্ভবত আদালতের নিষেধাজ্ঞা আছে, সেজন্য কিছু অংশ সংস্কার করা হয়নি।