শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি বাস খাদে, আহত ৫-৭জন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৫, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে চট্রগ্রামগামী সোনিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়।

এতে বাসে থাকা অন্তত ৬-৭ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে তাৎক্ষনিক চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আহত যাত্রীদের উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে নিয়ে আসে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মাইন উদ্দিন পাটোয়ারী জানান, রবিবার (১৫ জুলাই) ভোর ৬ টায় উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চিওড়ার হালদামুড়া পুরাতন ইটভাটা সংলগ্ন স্থানে চাপাইনবাবগঞ্জ থেকে চট্রগ্রামগামী সোনিয়া পরিবহনের বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করি।

 

আর পড়তে পারেন