শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে যুব সংগঠনের উদ্যোগে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা

আজকের কুমিল্লা ডট কম :
মে ৪, ২০২৩
news-image

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে হতদরিদ্র চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করে হতদরিদ্র রোগিদের এ সেবা দেয়া হয়।

বৃহস্পতিবার (৪ মে) বাংপাই মজুমদার মার্কেটের চিলেকোঠা রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন গাইনি এন্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহনাজ পারভীন জেবা, বাত-ব্যাথা রোগ বিশেষজ্ঞ ডা. মো: শামছুল ইসলাম (বকুল), বাত ব্যথা, প্যারালাইসিস, স্ট্রোক, বক্ষব্যাধি ও এ্যাজমা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট ডা. আহসান হাবিব ভূঁইয়া।

বাংপাই যুব সংগঠনের নেতা ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ সময় সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

আর পড়তে পারেন