শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে শিক্ষক ফয়সালের বিরুদ্ধে ছাত্রীদের হয়রানির অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২০, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউপিতে ফয়সাল নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের হয়রানির অভিযোগ উঠেছে।

ফয়সাল উপজেলার নারায়নপুর গ্রামের নাসির উদ্দিন মজুমদারের ছেলে।সে দৌলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত আছে।

স্থানীয় সূত্র জানায়,ফয়সাল তার নিজ বাড়িতে কোচিং সেন্টার খুলে হাইস্কুল পড়ুয়া ছাত্রীদের প্রাইভেট পড়ানোর নামে যৌন হয়রানি করে আসছে।সম্প্রতি নারায়নপুর মহিলা মাদ্রাসার একছাত্রীকে যৌন হয়রানি করে এ নিয়ে স্থানীয়দের মাধ্যমে বিচার শালিস বসে, ওই শালিসে ফয়সালকে দোষী সাব্যস্ত করে বিয়ে করানোর সিদ্ধান্ত হয়। সে ওই ছাত্রীকে বিয়ে নিয়ে তালবাহনা করে আসছে। এর আগেও তার বাড়িতে ছাত্রীদের সাথে অনৈতিক কাজে আটক হয় বলে স্থানীয়রা জানায়। এ অপকর্মের ঘটনা জানতে পেরে তার স্ত্রী পিতার বাড়িতে চলে যায়।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. ফয়সাল মজুমদারের ব্যবহৃত মুঠো ফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আর পড়তে পারেন