শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জমির দলিলে ভুল হলে তা কিভাবে ঠিক করবেন

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৯, ২০১৯
news-image

 

মাহবুব হোসেনঃ

দলিল রেজিষ্ট্রির পর তাতে দাগ, খতিয়ান, মৌজা, চৌহদ্দি বা নামের বানানে কোন প্রকার ভুল ধরা পড়লে ৩ বছরের মধ্যে দেওয়ানি আদালতে দলিল সংশোধনের মামলা করতে হবে। ৩ বছর পর এই ধরনের মামলা তামাদির কারণে বারিত হয়ে যায়। সেক্ষেত্রে সংশোধন মামলা করা যায় না, তবে তখন ঘোষণামূলক মামলা করা যায়। এক্ষেত্রে আদালত কর্তৃক প্রদানকৃত মামলার রায়ই হচ্ছে সংশোধন দলিল।

রায়ের একটি সার্টিফাইড কপি আদালত থেকে সংশ্লিষ্ট সাব-রেজিষ্টার এর কাছে পাঠানো হলে সাব-রেজিষ্টার উক্ত রায়ের আলোকে সংশ্লিষ্ট ভলিউম সংশোধন করে নিবেন। এক্ষেত্রে আর নতুন করে কোন দলিল করার প্রয়োজন নেই।

বিস্তারিত জানতে কল করুনঃ

লেখকঃ মাহবুব সুমন এডভোকেট
কুমিল্লা আইনজীবি সমিতি
৪ তলা, রুম নাম্বারঃ ৪০৩
মোবাইলঃ ০১৮১৮৫৯৪৫৮৬

আর পড়তে পারেন