শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলেনস্কির মতো মাঠ ধরে রাখার পরামর্শ দেয়ায় সিইসির প্রতি রাশিয়ার অসন্তোষ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৭, ২০২২
news-image

ডেস্ক রিপোর্টঃ

রাজনৈতিক দলগুলোকে ইউক্রেনের আলোচিত প্রেসিডেন্ট ভলোদিমির ‘জেলেনস্কির মতো মাঠে থাকার’ আহ্বান জানিয়ে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাজী হাবিবুল আউয়ালের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তবে এটি কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়ায় জানতে চাওয়া হয়নি। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সঙ্গে অন্য একটি বিষয়ে মৌখিক আলাপে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মানটিটস্কি সিইসির ওই বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছেন।

রাজনৈতিক দলগুলোকে ‘জেলেনস্কি’র মতো মাঠে থাকার আহ্বান জানানোর মাধ্যমে সিইসি রাশিয়াবিরোধী অবস্থান ব্যক্ত করছেন বলে আলাপে মত দেন রাষ্ট্রদূত। এ সময় রাশিয়ার রাষ্ট্রদূতকে জানানো হয়, এ বক্তব্য সিইসির একান্ত ব্যক্তিগত, বাংলাদেশের অবস্থান নয়। বাংলাদেশ শুরু থেকেই ইউক্রেন সংকটে নীতিগতভাবে নিরপেক্ষ অবস্থানে রয়েছে।

সিইসির ওই বক্তব্য দেশে ব্যাপক আলোচিত হয়। সূত্র জানায়, রাশিয়া আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু জানতে চায়নি বলে আনুষ্ঠানিক জবাবও দেওয়া হয়নি।

আর পড়তে পারেন