শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদিতে প্রবেশের পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক

আজকের কুমিল্লা ডট কম :
মে ১১, ২০২১
news-image

 

সালাহ উদ্দিন সোহেলঃ

চলমান করোনা ভাইরাস প্রতিরোধের জন্য সৌদি আরবে প্রবেশ করার পর ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (১০ মে) সন্ধ্যায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সমস্ত দেশের প্রবাসীদেরকে সৌদিআরব প্রবেশের অনুমতি রয়েছে। সে সকল দেশ হতে সৌদিতে প্রবেশ করার পর সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে এই নির্দেশনা আগামী ২০ মে ২০২১ হতে কার্যকর হবে। যার আওতায় বাংলাদেশ ও রয়েছে।

সৌদিতে আসার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের মেয়াদ হবে ৭ দিন। কোয়ারেন্টিনে থাকার ৬ষ্ঠ তম দিনে করোনার আলামত সংগ্রহ করা হবে, ৭ম দিন করোনার রেজাল্ট নেগেটিভ হলেই প্রত্যকে তাদের কর্মস্থলে যোগ দিতে পারবে।

তবে কয়েক ক্যাটাগরির ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবেনা তারা হলেন-

* সৌদি নাগরিকগন, তাদের বিদেশী স্বামী/ স্ত্রী- পুত্র, কন্যা এবং তাদের সাথে আগত গৃহকর্মীগণ।
* ননসৌদি ইমিউন (তাওয়াক্কালনা এপে যার হেলথ পাসপোর্টে ইমিউন শো করে) মুকীমের সাথে আগত নন ইমিউন গৃহকর্মীগণ।
* যেকোন ইমিউন ব্যক্তি (তাওয়াক্কালনা এপে যার হেলথ পাসপোর্টে ইমিউন শো করে)।
* ডিপ্লোম্যাটগন, ডিপ্লোমেটিক ভিসাধারীগণ এবং তাদের পরিবারবর্গ। রাষ্ট্রীয় অতিথীগণ।
* বিমান ও জাহাজের ক্রুগন।
* আন্তর্জাতিক পণ্য পরিবহনে নিযুক্ত ট্রাক চালকগণ ও তাদের সহকারীরা।
* স্বাস্থ মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত অনুমোদিত কোন ব্যক্তি। এছাড়া কর্তৃপক্ষ যাদের ক্ষেত্রে ব্যতিক্রম বিবেচনা করেন।

আর পড়তে পারেন