শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে সেরা বেসরকারি পাঠাগার নির্বাচিত ‘মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগার’

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৫, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারে সংযুক্ত হলো একটি সাফল্যের স্বীকৃতি।  ঝালকাঠিতে সেরা বেসরকারি পাঠাগার  হিসেবে নির্বাচিত হয়েছে  ‘মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগার’ ।

“গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি” প্রতিপাদ্যে মঙ্গলবার ( ৫ ফেব্রুয়ারি )জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত   আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এ সম্মাননা প্রদান করা হয়।  এর আগে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

প্রধান অতিথি  জেলা প্রশাসক সেরাদের সেরা সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনের হাতে।

এ সম্মাননা প্রাপ্তিতে  মহান স্রষ্টা , সম্মানিত প্রধান অতিথিসহ উপস্থিত সকলের প্রতি, বিশেষভাবে জেলা সিনিয়র লাইব্রেরিয়ান , পাঠাগারের সকল পর্যায়ের সদস্য ও পাঠকের প্রতি, শ্শিক্ষক মন্ডলী ও প্রাণপ্রিয় শিক্ষার্থী ও সর্বোপরি গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা  প্রকাশ করেন মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগার কর্তৃপক্ষ।

আর পড়তে পারেন