বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তারুণ্যের ভাবনা ।। তরুণদের চিন্তা ভাবনা হবে সুপ্রসারিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৫, ২০১৮
news-image

কে.আই পাপ্পুঃ
বদ্ধ ঘরে না থেকে জগৎ ঘুরার পেছনে থাকবে মগ্ন। তরুণদের মধ্যে উচ্ছ্বাস, জানার ও শেখার আগ্রহ থাকবে এবং ক্রমেই তা বাড়বে; সৃষ্টি ও কৃষ্টিতে হবে বলীয়ান ও সাহসী এমনটাই স্বাভাবিক। এর মাধ্যমে তারা সমাজ কিংবা রাষ্ট্রের মৌলিক প্রশ্নে বিভ্রান্তি, বিভক্তি এবং এর দ্বারা প্রভাবিত হওয়ার সুযোগ রোধ করবে না । নিজেরা যেমন বিভ্রান্তিতে থাকবে না এবং সত্যকে সত্য মনে করে বিশ্বাসকে পাকাপোক্ত করবে তেমনি অন্যকেও সত্য জানতে ও মানতে উৎসাহিত করবে। এভাবে এদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হবে, বাড়বে জবাবদিহি এবং এর ফলে দায়বদ্ধতা তৈরি হবে।

ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গনঅভুর্ত্থানা,৭১’র মুক্তি যুদ্ধে তরুণদের ছিলো মূখ্য ভুমিকা। শুধু আন্দোলনে নয় তরুণের বাঁধভাঙ্গা উচ্ছাস লক্ষ্য করা যায় বিভিন্ন উৎসবে এবং সমান ভূমিকা যেকোন সংকটে। তরুণের মূল ভাবনা হলো বিশ্বকে জানা এবং সৃজনশীল হওয়া, এই জন্য তরুণদের অধ্যয়নের মাত্রা বাড়িয়ে দিতে হবে, একাডেমিক পড়ালেখার সাথে সাথে বিজ্ঞান, ইতিহাস, দর্শন,ইত্যাদি বই পড়ার মাঝে নিজেকে সৃজনশীল করে গড়ে তুলতে সক্ষম হবে সেই সাথে পরিবার, সমাজ, রাষ্ট্রকে সৃজনশীল এবং সুসংগঠিত করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে।

-কে.আই পাপ্পু
ছাত্র,আইনবিভাগ
নর্দান বিশ্ববিদ্যালয়

আর পড়তে পারেন