শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তালগাছ থেকে পড়ে আহত কুবির দীনেশ

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৪, ২০২৩
news-image

 

চাঁদনী আক্তার,কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গাছ থেকে তাল পাড়তে গিয়ে দীনেশ বসু চাকমা নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। রোববার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দিনেশ চাকমা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী। আহত দীনেশ বর্তমানে কুমিল্লা নগরীর একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খোজঁ নিয়ে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে তাল পাড়তে যায় দীনেশ চাকমাসহ একদল শিক্ষার্থী। এসময় তাল পাড়তে দীনেশ গাছে উঠতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। এসময় সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার সহপাঠিরা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা ট্রমা হসপিটালে পাঠায়। সেখানে পরীক্ষা-নিরক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ভর্তি দিয়েছেন।

এদিকে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক ডা. মো. আবদুল হক জানান, তেমন কিছুই হয়নি। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক। বিশ্রামের জন্য কেবিনে পাঠানো হয়েছে দীনেশকে। পুরোপুরি সুস্থ হলে বাসায় নিয়ে যেতে পারবেন।

আর পড়তে পারেন