শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতাসে ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১২, ২০২১
news-image

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

দ্বিতীয় ধাপে কুমিল্লা তিতাস উপজেলার ৯ ইউনিয়নে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ ভোটগ্রহণ চলে।

এতে ৯ ইউনিয়নের মধ্যে ৮টি নৌকা ও ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন, ১নং সাতানী ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার, ২নং জগতপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমান, ৩নং বলরামপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুর নবী, ৪নং কড়িকান্দি ইউনিয়নর আওয়ামী লীগের প্রার্থী সাইফুল আলম মুরাদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৫নং কলাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইব্রাহিম সরকার, ৬নং ভিটিকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী সাংবাদিক বাবুল আহমেদ, ৭নং নারান্দিয়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী আরিফুজ্জামান খোকা, ৮নং জিয়ারকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী আশরাফ ও ৯নং মজিদপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার।

বৃহস্পতিবার রাতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোমিনুর জাহান বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।

আর পড়তে পারেন