বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতাসে “ডিকেএস”র উদ্যোগে এতিম ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৪, ২০২২
news-image

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও গরিব-অসহায় দুঃস্থ ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে নতুন পোশাক, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে কুমিল্লা তিতাস উপজেলার সামাজিক সংগঠন দরিদ্র কল্যাণ সংস্থা (ডিকেএস)।

রবিবার (২৪ এপ্রিল) বিকেল ৩ টায় উপজেলার শাহ্পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪০জন এতিম ছাত্রদেরকে ঈদের নতুন পোশাক, শারীরিক প্রতিবন্ধী নজিরকে ব্যবসার জন্য ৩৬ হাজার টাকা, প্রতিবন্ধী ইমনকে ২০০০ টাকা ও একশতাধিক অসহায় পরিবারের পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার, দরিদ্র কল্যাণ সংস্থার পরিচালক শামসুল হুদা ও গৌরিপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের পরিচালক শামসুল হুদা জানান, প্রতিবছর ন্যায় এবারও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছে তাদের সংগঠন। এতিম, অসহায় ও প্রতিবন্ধী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

আর পড়তে পারেন