তিতাসে ধর্ষকের পক্ষ নেয়ার অভিযোগে এনসিপি নেতাকে গণধোলাই
কুমিল্লার তিতাস উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্তের পক্ষ নেয়ার অভিযোগে সাবেক যুবলীগ নেতা ও বর্তমানে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতা লুৎফর রহমানকে স্থানীয় জনতা গণধোলাই দিয়েছে বলে জানা গেছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার মজিদপুর ইউনিয়নের দড়িগাঁও এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের দড়িগাঁও পশ্চিম আডির এলাকার আক্তার হোসেন (৫২) নামের এক ব্যক্তি প্রতিবন্ধী এক কিশোরীকে (২১) দীর্ঘদিন ধরে শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। পরবর্তীতে শারীরিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের মাধ্যমে জানা যায়, কিশোরীটি অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে মামলার তদন্তে প্রভাব বিস্তারের চেষ্টা ও অভিযুক্তের পক্ষ নিয়ে ঘটনাকে ভিন্নখাতে নেয়ার অভিযোগ ওঠে লুৎফর রহমানের বিরুদ্ধে।
এ সময় উপস্থিত স্থানীয় সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনের সদস্যরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তাকে গণধোলাই দেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
পরে পরিস্থিতি শান্ত করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে আসেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।











