তিতাসে যৌথবাহিনীর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান আটক, পিস্তলসহ ধারালো অস্ত্র উদ্ধার
 
            জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে সাবেক চেয়ারম্যান ফারুক মিয়া আটক হয়েছেন।
রবিবার (২নভেম্বর) দিবাগত তিনটায় তিতাস থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে উপজেলা মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের জনৈক সাদেক মিয়ার বাড়ি থেকে আটক করে। ফারুক মিয়া মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত ২৫ অক্টোবর শাহপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ এবং একজন গুলিবিদ্ধের ঘটনা ঘটে। ওই ঘটনার পরদিন যৌথবাহিনী অভিযান চালিয়ে চার নারীকে গ্রেফতার করে পুলিশ । গতকাল রবিবার রাতে একই গ্রামের জনৈক সাদেক ব্যাপারীর বাড়ীতে অভিযান চালিয়ে ফারুক মিয়াকে আটক করে যৌথবাহিনী। এসময় সাদেক ব্যাপারীর বাড়ীর আশপাশে তল্লাশী করে একটি পাইপগান ও চাইনিজ কুড়ালসহ সাতটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পার্শ্ববর্তী জজ মিয়ার বাড়ী থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও চার রাউন্ড সীসা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
তিতাস থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান, রবিবার রাতে যৌথবাহিনীর একটি দল শাহপুর গ্রামে অভিযান চালিয়ে ফারুক মিয়াকে আটক করা হয়েছে। এসময় জনৈক সাদেক ব্যাপারী ও পার্শ্ববর্তী জজ মিয়ার বাড়ী তল্লাশী করে পাইপগান, পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এঘটনায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।
 
                










