বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

থাই গুহায় উদ্ধার অভিযানে যাওয়া দুই অস্ট্রেলিয়ান নাগরিককে সম্মানিত করা হবে : ম্যালকম টার্নবুল

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৭, ২০১৮
news-image
ডেস্ক রিপোর্ট :
থাই গুহায় উদ্ধার অভিযানে যাওয়া দুই অস্ট্রেলিয়ান নাগরিককে সম্মানিত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।
তিনি জানিয়েছেন, থাইল্যান্ডের গুহায় বন্যার পানিতে প্লাবিত হওয়া আটকে পড়া ১২ কিশোরকে উদ্ধারে অভিযানে যাওয়া দুই অস্ট্রেলিয়ান ডুবুরিকে বেসামরিক পদক দিয়ে সম্মানিত করা হবে।
জানা যায়, গুহায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া অস্ট্রেলিয়ান ডা. রিচার্ড হ্যারিস ও ক্রেইগ চ্যালেনকে কোন পদক দেয়া হবে সেটি এখনো নিশ্চিত নয়।
এই দুইজন আন্তর্জাতিক উদ্ধার দলের অংশ হিসেবে থাম ল্যাং গুহায় প্রবেশ করেছিল। উদ্ধার অভিযানে ডা. হ্যারিস চিকিৎসা সহায়তা দিয়েছেন।
প্রধানমন্ত্রী টার্নবুল বলেন, ‘আমরা যে অস্ট্রেলিয়ান মূল্যবোধ ধারণ করি’ তারা সেটিই সেখানে প্রমাণ করেছেন।
গত সপ্তাহে ওয়াইল্ড বোরস ফুটবল দল ও তাদের সহকারী কোচকে উদ্ধারে তিনদিন ব্যাপী অভিযানের সময় ডাক্তার হ্যারিস গুহার ভেতরে অবস্থান করেছিলেন। সবাইকে উদ্ধার করা শেষ হলে তিনি একেবারে শেষ ব্যক্তি হিসেবে গুহা থেকে বের হয়ে আসেন।
তিনি ও ডা. চ্যালেন দুজনেই অভিজ্ঞ ডুবুরি। তারা দুজনেই কিশোরদের উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
স্থানীয় এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী টার্নবুল আরো বলেন, ‘অসাধারণ বীরত্বপূর্ণ, পেশাদারি, শৃঙ্খলিত ও দলগত কাজের অন্যতম উদাহরণ হয়ে থাকবে তাদের কাজ।’

আর পড়তে পারেন