শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নাঙ্গলকোটের যুবক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৫, ২০১৮
news-image

 

মোঃ কামাল হোসেন জনি :

দক্ষিণ আফ্রিকায় কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার মোঃ ইসমাইল হোসেন (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে ডাকাতরা।

নিহত মোঃ ইসমাইল হোসেন  উপজেলার পানকরা গ্রামের মোঃ আবুল কালামের বড় ছেলে ।

শুক্রবার (২৪ আগষ্ট) বাংলাদেশ সময় রাত ১০ টার সময় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সিটিতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, ইসমাইল ২০১১ সালের ৩রা ফেব্রুয়ারি জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকা যান। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার সময় ইসমাইলের দোকানে ডাকাত হামলা করে । ওই সময় তার বাবাও দোকানে উপস্থিত ছিল। বাবার সামনেই তার ছেলে ইসমাইলকে গুলি করে হত্যা করে ডাকাতরা। লুট করে নিয়ে যায় মালামাল। ওই সময় অজ্ঞান হয়ে যান নিহতের পিতা আবুল কালাম।

পরিবার সূত্রে জানা যায়, ইসমাইল দীর্ঘ ৮ বছর যাবত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ইলিয়াসবেগ ইলেকট্রনিক্সের দোকান পরিচালনা করে আসছেন। আগামী কয়েকমাসের মধ্যে দেশে ফিরে বিয়ে করার কথা ছিল ইসমাইলের।

নিহত হওয়ার ২ ঘন্টা আগে অর্থাৎ রাত ৮ টায় ইসমাইল তার মায়ের সাথে শেষ কথা বলেন।

নিহতের ছোট মামা মামুনুর রশিদ দক্ষিণ আফ্রিকা থেকে মুঠোফোনে ভাগিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ স্থানীয় থানায় রয়েছে । মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আর পড়তে পারেন