শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দল থেকে পদত্যাগ করলেন কুসিক মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৯, ২০২২
news-image

 

ইসতিয়াক আহমেদঃ

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার আজ দল থেকে পদত্যাগের ঘোষণা দিলেন।

বৃহস্পতিবার দুপুর একটায় সিটি কর্পোরেশন মনোনয়ন যাচাই বাছাই শেষে নগরীর ধর্মসাগরপাড়স্থ তার বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

নিজাম উদ্দিন কায়সার বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এর দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি মহানগর কুমিল্লার স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্বে ছিলেন।

সংবাদ সম্মেলনে কায়সার দাবি করেন দল যেহেতু নির্বাচনে যাচ্ছে না তাই দলের আদর্শের প্রতি সম্মান জানিয়ে তিনি পদত্যাগ করেন।

কায়সার বলেন, তিনি এবার ভোট চাইবেন ক্লিন সিটি গড়ার জন্য। যেখানে সিটি সবার।

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে যাওয়ার কারণ উল্লেখ করে কায়সার বলেন, কুমিল্লায় হামলা মামলার শিকার নির্যাতিত বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অনুরোধে এই নির্বাচনে অংশগ্রহণ। আমি দলীয় পদ থেকে নির্বাচন করলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। দলের জন্য ভাবমূর্তি রক্ষায় আমি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের পদ থেকে পদত্যাগ করলাম।

আর পড়তে পারেন