শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে গুজব প্রতিরোধে মাইকিং ও লিফলেট বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৫, ২০১৯
news-image

 

জাকির হোসেন হাজারীঃ
পদ্মা সেতুর জন্য মাথা ও রক্ত লাগবে এমন গুজবে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা যেন থামছেই না।

এ গণপিটুনির ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয় দাউদকান্দি উপজেলা ও পুলিশ প্রশাসন। সে লক্ষ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়নের এবং গ্রামে বাজার, মোড় ও বাসস্ট্যান্ডে মাইকিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে বুধবার গৌরীপুর বাজার এবং মোড়ে এ কর্মসূচিতে সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এছাড়া গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্য আ স ম আব্দুন নুর গত কয়েকদিন যাবৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে গুজব সচেতনতামূলক সভা করেছেন বলে জানান তিনি।

আর পড়তে পারেন