বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা!

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২১, ২০২৩
news-image

জাকির হোসেন হাজারী:
দাউদকান্দি তুচ্ছ ঘটনায় রেজাউল(২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার(২০এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের খোসকান্দি গ্রামে ফকির বাড়ীতে এঘটনা ঘটে। রেজাউল ওই গ্রামের সাইজুদ্দিনের ছেলে।

নিহতের চাচাত ভাই বাহাউদ্দীন, আমিনুল ও হাসান জানান, খোশকান্দি গ্রামের হারুন মিয়ার চা দোকানে একই গ্রামের (ফকির বাড়ি) মোরশেদ মিয়ার ছেলে মোঃ শরীফ (১৮) এর সাথে সামান্য কথা নিয়ে পাশের বাড়ীর (মধ্যপাড়া) কফুল মিয়ার ছেলে আলী জব্বরের কথা কাটাকাটি হয়। এক এক পর্যায়ে আলী জব্বর শরীফকে মারধর করে। এঘটনা শুনে শরিফের চাচাতো ভাই রেজাউল করিম ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করেন। একপর্যায়ে লাঠি সোটা নিয়ে লতিফ মিয়ার ছেলে জহিরসহ আলী জব্বর, হাসেম খান, মানজুসহ ১০/১২জন শরীফ ও রেজাউলকে পিটিয়ে ফেলে রাখে।

আমরা তাদেরকে উদ্ধার করে গৌরীপুর সরকারী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হলে নেয়ার পথে রেজাউল মারা যায়। আহত শরীফ ঢাকা মেডিকেল চিকিৎসাধীন আছেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোয়াজ্জেম হোসেন জানান, শরীয় ও রেজাউলের মাথায় আঘাত থাকায় তাদের ঢাকায় রেফার করি। পথেই রেজাউল মারা গেলে পুনরায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান বলেন,  নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আর পড়তে পারেন