মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে প্রধান শিক্ষকের উপর হামলর প্রতিবাদে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৪, ২০২১
news-image

 

জাকির হোসেন হাজারী:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত।

বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ও ম্যানেজিং কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় সংলগ্ন মালিগাও সড়কে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহনেওয়াজ ভূইয়া, সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন ঢালী, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোশারফ হোসেন, শিক্ষক প্রতিনিধি শাহাজাহান খান, দাতা সদস্য মুক্তিযোদ্ধা জহিরুল হক ভূইয়া প্রমূখ।

প্রধান শিক্ষকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়ে বক্তারা বলেন,
বিদ্যালয়ের অফিস সহকারী বিল্লাল হোসেনকে টাকা আত্মসাতের অভিযোগসহ বিভিন্ন মামলার কারণে সাময়িক বরখাস্ত করার পর নানা ভাবে প্রধান শিক্ষককে হুমকি দিয়ে আসছে। বিল্লালকে চাকরিতে বহাল না করায়, সে কাউকে দিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি।

প্রসঙ্গত, হাটখোলা বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হকের উপর বুধবার ( ১৩ জানুয়ারি) সকালে উপজেলার পুটিয়া এলাকায় হামলার ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষক দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আর পড়তে পারেন