বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় চাঁদপুরের সততা স্টোরের উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৭, ২০১৯
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর:
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজে নবনির্মিত এটি আহমেদ হোসাইন রুশদী একাডেমিক ভবনের তৃতীয় তলায় দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় নতুন স্থাপিত সততা স্টোরের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) দুপুর ১টায় সততা স্টোরের শুভ উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মো: আবুল কালাম আজাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, শাহতলী কামিল মাদরাসার ২য় মোহাদ্দেস মাওলানা আখতার হোসাইন, জিলানী চিশতী কলেজের কৃষি বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, ভূগোল বিভাগের সহকারি অধ্যাপক গোলাম সারওয়ার, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আলেয়া চৌধূরী, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক শামীমা আক্তার, সমাজকর্ম বিভাগের প্রভাষক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: নুরুল বাতেন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, তথ্য ও যোগাযোগ বিভাগের প্রভাষক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য নুরুন্নাহার বেগম মুক্তা, অর্থনীতি বিভাগের প্রভাষক ফারজানা আক্তার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: জিয়াউর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: হানিফ মিয়া, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: মানিক মিয়া, কলেজ গভনির্ং বডির সদস্য ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজা বেগম, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: হাবিবুর রহমান, গণিত বিভাগের প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, রসায়ন বিভাগের প্রভাষক মো: মাহবুবুর রহমান, জীব বিজ্ঞান বিভাগের প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, উৎপাদন ব্যব¯’াপনা বিষয়ের প্রভাষক মো: মনজুরুল আলম পাটওয়ারী, পৌরনীতি বিষয়ের প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আনিসুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা মিজানুর রহমান, কলেজ মসজিদের ইমাম ও কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মাওলানা আব্দুল হালিম গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: মোস্তফা খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো: শফিক কারী, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য আয়শা বেগম, যুবলীগ নেতা মো: আবুল কাশেম কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: রুবেল কারী, জিলানী চিশতী কলেজের কম্পিউটার অপারেটর মো: রানা সরকার, সহকারি লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালীমা আক্তার, অফিস সহকারি মো: মেহেদী হাসানসহ শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য উক্ত সততা স্টোরে কলম ,কাগজ,খাতা ,লজেন্স,আচারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ সুলভ মূল্যে বিক্রি করা হয়ে থাকে। ইতিমধ্যে সততা স্টোরে শিক্ষার্থীদের মাঝে গতকাল ব্যাপক সাড়া পড়েছে ।

আর পড়তে পারেন