বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘দুষ্কৃতকারীদের’ গণপিটুনি দিয়ে মেরে ফেলার নির্দেশ দিলেন আ’লীগ এমপি ইব্রাহিম

আজকের কুমিল্লা ডট কম :
মে ৭, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম নিজ দলের নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘আমি হুকুম দিয়ে দিচ্ছি— দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেললে কিছুই হবে না। আপনারা যদি পারেন গণপিটুনি দিয়ে মেরে ফেলেন। আমি হুকুম দিয়ে দিচ্ছি’।

শুক্রবার সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এসব কথা বলেন এমপি এইচএম ইব্রাহিম।

এমপির ওই বক্তব্যের ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

এমপির এমন আক্রমণাত্মক নির্দেশকে আইনশৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছেন স্থানীয় লোকজন। তার এমন বক্তব্যে উপজেলায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার শঙ্কা রয়েছে।

এর আগে বিকাল সাড়ে ৫টায় ওই মাঠে দেওটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি এইচএম ইব্রাহিম এমপি বলেন, দুষ্কৃতকারীদের যেখানেই পাবেন, গণপিটুনি দিয়ে জায়গায় মেরে ফেলবেন। আমি হুকুম দিয়ে দিচ্ছি— এসব দুষ্কৃতকারীকে গণপিটুনি দিয়ে মেরে ফেললে কিছুই হবে না। যদি কেউ মামলা করে, আমি মামলার ১নং আসামি হব, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন। যদি পুলিশ না পারে আমি আপনাদেরও বলে গেলাম যে, আপনারা এসব দুষ্কৃতকারীকে যারা সমাজের মানুষের ঘুম হারাম করে দিচ্ছে, যারা সমাজের মানুষকে অত্যাচার করছে, আপনারা তাদের পিটিয়ে মেরে ফেলবেন, তাতে কিছুই হবে না। সে ঘটনায় যদি আসামি হতে হয় আমি আসামি হব, সে ঘোষণা দিয়ে গেলাম।

এমপি ইব্রাহিম কেন এমন বক্তব্য দিলেন তার ব্যাখ্যা দেন সভায় উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা।

তিনি বলেন, প্রয়াত আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে বেঁচে থাকাবস্থায় মোবাইলসহ বিভিন্নভাবে হুমকি দিত সাহা নামে এক যুবক। তার মৃত্যুর পর এখন উনার পরিবারের সদস্যদেরও হুমকি দিচ্ছে সেই যুবক। এসব বিষয়ে একাধিকবার পুলিশকে অবগত করা হলেও তাকে গ্রেফতার করেনি পুলিশ। সভাস্থলে এমপি উপস্থিত হওয়ার পর বিষয়টি উনাকে অবগত করেন স্থানীয় লোকজন। পরে এমপি বিষয়টি ওসিকে অবগত করেন এবং স্থানীয়দের এসব অভিযোগ ও পুলিশের দায়িত্ব অবহেলার সূত্রধরে দুষ্কৃতকারীদের গণপিটুনি দেওয়ার কথা বলেন।

স্মরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী থানার ওসি হারুন উর রশিদ, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন শাকিল, আওয়ামী লীগ নেতা কিং মোজাম্মেল, আবুল খায়ের, জামাল উদ্দিন, ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল পাটোয়ারী প্রমুখ।

সোনাইমুড়ী থানার ওসি হারুন উর রশিদ বলেন, উনি যেহেতু সংসদ সদস্য উনার নিরাপত্তায় আমাদের কাজ করতে হয়। স্টেজের বাইরে আমি ডিউটিতে ছিলাম। উনি বক্তব্যে কী বলেছেন আমি ঠিক শুনতে পাইনি।

এ বিষয়ে জানতে এইচএম ইব্রাহিম এমপির ব্যবহৃত মোবাইলে একাধিকবার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

আর পড়তে পারেন