বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আরিফের লেখাপড়ার দায়িত্ব নিলেন দাউদকান্দি উপজেলা প্রশাসন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৮, ২০১৭
news-image

 

জাকির হোসেন হাজারী,দাউদকান্দিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী আরিফের লেখাপড়ার দায়িত্ব দায়িত্ব নেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন।
মঙ্গলবার(১৮জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্টানে তিনি এ ঘোষনা দেন। অনুষ্টনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন।
দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী আরিফ দাউদকান্দি উপজেলার মোহাম্মপুর ইউনিয়নের শায়েস্তা নগর গ্রামের আবু সাদেক মিয়ার পুত্র। মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে ৩ বোন ও ২ ভাইয়ের সংসার চালাতেই হিমশিম খান বাবা। সেই অভাবের সংসারও দমিয়ে রাখতে পারেনি মেধাবী আরিফকে। আজ দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের চতুর্থ বর্ষে অধ্যায়ন করছেন। বার্ধক্যজনিত কারণে বাবা অসুস্থ হয়ে পড়ায় আরিফের লেখাপড়ার খরচ চালিয়ে যেতে পারছিলেন না। ফলে মেধাবী আরিফের লেখা পড়াব বন্ধ হওয়ার উপক্রম হয়। এরপর “ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন আব গ্রেটার দাউদকান্দি”(ডুসাদ)’র মাধমে সমাজকল্যান মূলক ও মুক্তিযুদ্ধ গবেষণা ভিত্তিক সংগঠন ‘মাটির’ সঙ্গে যোগাযোগ হয় আরিফের।পরে মাটির কতৃপক্ষ দাউদকান্দি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করলে আরিফের পাশে দাড়াতে এগিয়ে আসেন দাউদকান্দি উপজেলা প্রশাসন। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলÑআমিনের সভাপতিতে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) রনজন কুমার ঘোষ, দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খোরশেদ আলম, এটিএন নিউজের নিউজ রুম এডিটর বাশার খান।¡ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিবলীজ্জামান ও বিআরডিবি কর্মকর্তা টিপু সুলতান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন বলেন, মেধাবী শিক্ষার্থী আরিফের পাশে আমরা দাড়াতে চাই, কেন চাই সে প্রসঙ্গ টেনে তিনি বলেন আমার জীবনেও বৈচিত্র আছে। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম আর পরিবারের একমাত্র সন্তান ছিলাম আমি। কোন একটা সময় আমাকে আমার মতো চলতে হয়েছে। ওই সময় আমিও হিমশিম খেয়েছি। কারণ ঢাকা শহরে থাকা , খাওয়া এবং পড়ালেখার খরচ অনেক। আমাকে সাপোর্ট দেয়ার মতো কেউ ছিলনা। সুতরাং আমি চাইনা কোন কারণে দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী আরিফের লেখা পড়া বন্ধ হয়ে যাক। তাই তার লেখাপড়ার খরচ বাবদ প্রতি মাসে তিন হাজার টাকা করে দেয়া হবে। ৬ মাসের খরচ নগদ ১৮হাজার টাকা এবং আনুসাঙ্গিক খরচের জন্য নগদ ১০হাজার টাকা তুলে দেন তার হাতে এবং মাস্টার্স পাশ করা পর্যন্ত এ সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্টানে প্রধান অতিথি দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন বলেন, আজকের পর থেকে অর্থের অভাবে আমার উপজেলার কোন শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হবে না। আর মেধাবী শিক্ষার্থী আরিফের পাশে আমরা সব সময়ই থাকবো।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেধাবী শিক্ষার্থী আরিফ বলেন, চোখে আলো নেই , তবুও এটা আমার লেখাপড়ার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারেনি। নিজের আত্মবিশ্বাস আর বাবা ও বড়বোনের সহযোগিতায় এতদূর এসেছি। কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়ায় আমার লেখা পড়াও অন্ধকারের দিকে যাচ্ছে মনে হচ্ছিল। কিন্ত দাউদকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে আমি যেন আবার দেখতে শুরু করেছে। তাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রতি আমি কৃতজ্ঞ।

 

 

আর পড়তে পারেন