শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারের ভিরাল্লা জামে মসজিদ নুরানী মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৬, ২০১৭
news-image

মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ভিরাল্লা জামে মসজিদ নূরানী মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্রা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠান শনিবার বিকেলে সাড়ে ৪টায় ভিরাল্লা মসজিদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ভিত্তি প্রস্তর’ শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব মো. মাকসুদুল হাছান খান।

ঢাকা’র খিলগাও মডেল কলেজ’র উপাধ্যক্ষ ও ভিরাল্লা জামে মসজিদ নূরানী মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্রা’র সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব মো. মাকসুদুল হাছান খান। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, কুমিল্লা জেলা নির্বাহী ম্যাজিষ্টেট বাবুল সুত্রধর, দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, আমদানী রফতানি অধিদপ্তরের সাবেক প্রধান নিয়ন্ত্রক মাহমুদুল হাছান খান, বাংলাদেশ সুপিম কোর্ট’র আইনজীবি এডভোকেট মো. জসিম উদ্দিন, ভিরাল্লা জামে মসজিদ নূরানী মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্রা’র যুগ্ন সাধারন সম্পাদক মো. খসরুল আলম রিপন খান ।

শিক্ষক মো. মিজানুর মজুমদারের সঞ্চালনায় এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ভিরাল্লা জামে মসজিদ নূরানী মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্রা’র সহ- সভাপতি মো. কাশেম খান, দেবিদ্বার উপজেলা মৎস কর্মকর্তা মো. নাছির আহমেদ, জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, ভিরাল্লা এস কে উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবদুর রহিম, জামে মসজিদ’র খতিব মুফতি আবদুল জলিল প্রমূখ।

আর পড়তে পারেন