শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে ট্রাফিক সেবা সপ্তাহ পালিত হয়েছে

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৩, ২০১৯
news-image

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
‘ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন’। ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার প্রতীক’ এ শ্লোগানকে সামনে রেখে গত ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ট্রাফিক শৃংখলা সপ্তাহ পালনের মাধ্যমে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক গাইড বুক প্রকাশ ও প্রচার, ট্রাফিক আইন সম্পর্কে ধারণা প্রদান, টার্মিনালে সভা সমাবেশ, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, লিফলেট, স্টিকার-পোস্টার বিতরণ, পথচারীদের ফুটওভার ব্রীজ, আন্ডারপাস ও জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পারাপারে উদ্বুদ্ধকরণসহ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দেবিদ্বারে ট্রাফিক সেবা সপ্তাহ পালিত হয়েছে।

রোববার বেলা ১১ টায় সদরের নিউ মার্কেট চত্ত্বরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে দেবিদ্বার এস এ সরকারি কলেজ ছাত্র-ছাত্রীরা বিভিন্ন যানবাহন চালকদের ট্রাফিক সচেতনতা উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে চালকদের হাতে ফুলের তোড়া দেন এবং বিভিন্ন যানবাহনে স্টীকার লাগান।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি) দেবিদ্বার সার্কেল শেখ মো. সেলিম, দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার, ওসি তদন্ত সরকার আবদুল্লাহ আল মামুন, টিএ মো. সালেহ আহমেদ, টিএস মো. কামাল হোসেন প্রমুখ।

আর পড়তে পারেন