শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে নৌকার ভরাডুবি , নৌকা ৪ ও স্বতন্ত্র ১০ ইউপিতে বিজয়ী

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৮, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪টি ইউনিয়নে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে। বাকি  ১০টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। এ উপজেলায় নৌকার প্রায় ভরাডুবি হয়েছে।

৭ ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত এক নাগাড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় কয়েকটি ইউনিয়নে বিভিন্ন প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। বিশেষ করে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণকালে বরকামতা ইউনিয়নে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়।

বরকামতা ইউনিয়নের নবীয়াবাদ কেন্দ্রে নৌকা প্রতিকের কর্মীরা জোরপূবর্ক ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করছিল বলে অভিযোগ পাওয়া যায়। এমন খবর পেয়ে এ চিত্র  ক্যামেরায় ধারণের সময় সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে , তাছাড়া সাংবাদিকদের আক্রমণ করার চেষ্টা করে নৌকার প্রতিকের কর্মীরা। এ সময় পুলিশ ও ম্যাজিষ্ট্রেট এসে সাংবাদিকদের রক্ষা করে।  এ ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র  থেকে স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়ার খবর পাওয়া যায়।

সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর কেন্দ্রে নৌকার পক্ষে প্রিসাইডিং অফিসারের সামনে জাল ভোট দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখানে প্রকাশ্যে ব্যালট পেপারে নৌকার সিল দেওয়া অবস্থায় পাওয়া গেছে। পুলিং অফিসারকেও প্রকাশ্যে ভোট দিতে দেখা গেছে।

১ নং বড় শালঘর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আউয়াল (আনারস), ২ নং ইউসুফপুর  ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া মেনেজার (আনারস),  ৩ নং রসুল পুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী  শাহজাহান সরকার (ঘোড়া), ৪ নং সুবিল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী  মুকুল ভূইয়া (চশমা),  ৬ নং ফতেহাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাসুদ (দোয়াত কলম), ৭ নং এলাহাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নুরুল আমীন (চশমা),  ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম (আনারস), ৯ নং গুনাইঘর উত্তর ইউনিয়নে  মুকবুল হোসেন মুকুল (নৌকা),
১০ নং গুনাইঘর  দক্ষিণ ইউনিয়নে  হুমায়ূন কবির (নৌকা),  ১১ নং রাজামেহার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জসিম সরকার (চশমা), ১২ নং বরকামতা ইউনিয়নে নুরুল ইসলাম (নৌকা),  ১৩ নং ধামতী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মিঠু (আনারস),  ১৪ নং সুলতান পুর ইউনিয়নে প্রফেসর হুমায়ূন কবির (নৌকা) এবং  ১৬ নং মোহনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন (মোটরসাইকেল) ।

আর পড়তে পারেন