শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে ভক্তদের বিশাল সমাগম

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৫, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার  ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ গ্রামে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে ভক্তদের সমাগম হয়।

এই সমাগমে সকল ভক্তদের আপ্যায়ণ করা হয়।

গত ১৮ই ভাদ্র ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব দিবস উপলক্ষে দেবিদ্বার থানার ফতেয়াবাদ গ্রামের লোকনাথ মন্দিরে বিশেষ পূজার মাধ্যমে বাবার আবির্ভাব দিবস উদযাপন করা হয়। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই উৎসবে হাজারো ভক্তবৃন্দ উপস্থিত হয়ে ভক্তি নিবেদন করেন ও প্রসাদ গ্রহণ করেন।

এই সময়ে মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী অশোক চক্রবর্তী, সভাপতি শ্রী অনুজ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় দেবনাথসহ কমিটির সদস্যবৃন্দের সক্রিয় উপস্থিতিতে পূজাকৃত্য ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে ফতেয়াবাদ গ্রামে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে দেখা যায়।

 

আর পড়তে পারেন