রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্মপুর থেকে হত্যাচেষ্টা মামলার ৪ আসামী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৬, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের ধর্মপুর এলাকা হতে ২৪ ঘন্টার মধ্যে হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় ৪ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৫ সেপ্টেম্বর বিকালে ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, কুমিল্লা সদরের কালিকাপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে সালাউদ্দিন কালু (৩৫), ধর্মপুর গ্রামের হোসেন মিয়া ড্রাইভারের ছেলে ইব্রাহীম খলিল প্রকাশ জনি (৩৮) ও আলম মিয়া’র ছেলে মোঃ বাবুল মিয়া (৩৮) এবং মেহের আলী’র ছেলে সাব্বির (৩৮)।

এামলার এজাহারে জানা যায়, গত ০৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টায় সদরের দক্ষিণ দূর্গাপুর ইউপিস্থ জাগরঝুলি কৃষ্ণপুর সাকিনস্থ গাউসুল আজম জামে মসজিদের দক্ষিণ পাশে জনৈক ইকবাল মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর ভিকটিম মোঃ আশিকুর রহমানকে মোটর সাইকেলসহ গতিরোধ করিয়া গ্রেফতারকৃত আসামীসহ মোঃ সুজন, উজ্জ্বল, আরিফ, নাহিদ, ঢালাই সুজন, ঢালাই রাজু, ইমন, রিপন বেআইনী জনতাবদ্ধে পূর্ব আক্রোশের জের ধরিয়া পরিকল্পিতভাবে ভিকটিমের উপর চাপাতি ও চাইনিজ কুড়াল দ্বারা শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। ঘটনাস্থলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা প্রাণনাশের হুমকি প্রদান করিয়া পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলের উপস্থিত জনতা ভিকটিম মোঃ আশিকুর রহমানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। ভিকটিমের স্ত্রী খবর পেয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভিকটিমের সাথে কথা বলে কোতয়ালী মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে। যার মামলা নং- ১৯ ।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী ইব্রাহীম খলিল প্রকাশ জনির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও চুরিসহ ০৫ টি মামলা রয়েছে এবং গ্রেফতারকৃত আসামী সাব্বিরের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় হত্যাচেষ্টা ও চুরিসহ ০৩ টি মামলা রয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আর পড়তে পারেন