মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরীর দুই হাসপাতালকে সিলগালা ও ৪ লাখ টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩০, ২০২৩
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই হাসপাতালকে সিলগালা ও ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে নগরীর শাকতলা ও রেইসকোর্স এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় শাকতলা এলাকায় লাইসেন্স ছাড়াই নিউ সিটি হাসপাতাল নামের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দীর্ঘদিন কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরে হাসপাতালটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে কর্তৃপক্ষকে ২ লাখ জরিমানা করা হয়।

অপরদিকে নগরীর রেইসকোর্স এলাকায় লাইসেন্স ছাড়াই কমফোর্ট হাসপাতাল পরিচালনা করায় সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। অনিয়মের দায়ে তাদেরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কো-অর্ডিনেটর ডা. মেহেদী হাসান ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

আর পড়তে পারেন